বজ্রকথা প্রতিবেদক।– রংপুর এর পীরগঞ্জ উপজেলার একতা সমাজ সেবা সংস্থা (কেসিএমএসএস) প্রতিষ্ঠার দুইযুগ পূর্তি উৎসব পালন করা হয়েছে।
২৭ ডিসেম্বর/২৫খ্রি: শনিবার আনুষ্ঠানিক ভাবে দিনটি পালন করা হয়। সংস্থার দুইযুগ পূর্তি উপলক্ষে নেয়া কর্মসূচীর মধ্যে ছিল র্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলাচনা সভা, দোওয়া মাহফিল।
এদিন সকাল ৮ ঘটিকা থেকে বেলা ১১ঘটিকা পর্যন্ত সংস্থার ব্যবস্থাপনায় গরিব রোগীদের চিকিৎসা ও বিনা মুল্যে ঔষধ বিতরণ করা হয়। পরে একটি র্যালী বের করা হয়। এর পর সংস্থার অফিস চত্বরে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সম্পাদক আফছার আলীর সঞ্চলানয় এবং উপদেষ্টা আব্দুস সালম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, সংস্থার উপদেষ্টা, আনোয়ারুল ইসলাম মিঠু, সহসম্পাদক মোঃ আশিকুর রহমান,সদস্য আল মোত্তাসিন মজনু, প্রমুখ। দোওয়া পরিচালনা করেন, হাফেজ মাও. সাইফুল ইসলাম। শেষে সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply