ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুর- ৬ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৮৫ বছর ।
সোমবার সকাল ৮ টার দিকে দিনাজপুর নিজ বাসভবনে অসুস্থ জনিত কারণে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছেলে কাজী ইসমেত আহমেদ রুশদ্ চৌধুরী।
তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলার সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামের চৌধুরী পরিবারের সন্তান। কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
কাজী আবু জাফর মো.লুৎফুর রহমান চৌধুরী দিনাজপুর -৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর) ১৯৮৬ সালে সালের নির্বাচনে ন্যাপ থেকে কুঁড়ে ঘর মার্কা নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সোমবার সকাল ১০:৩০ মিনিটে দিনাজপুর বার কাউন্সিলে, পরে মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরীকে রাষ্ট্রী সম্মানা প্রদান আনুষ্ঠানেক মধ্যে দিয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামের নিজ বাসভবনে বিকাল ৩ টায়। তাকে পারিবারিক গোরস্তানে দাফ কার হয়েছে।
Leave a Reply