শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। ভয়াবহ এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও শতাধিক। রবিবার এই দুই দেশ যুদ্ধ লিপ্ত হয়েছে। খবর বিবিসির। এক সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল আর্মেনিয়া ও আজারবাইজান । দেশ দুটি বিতর্কিত নাগোরনো-কারাবাখ এলাকা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশ, প্রতিপক্ষ আর্মেনিয়ার হামলায় আজারবাইজানের কয়েকটি হেলিকপ্টার ও ট্যাংক বিধ্বস্ত হয়েছে।এদিকে সংঘর্ষ শুরু হতেই বিবৃতি দেয় রাশিয়া। মস্কোর পক্ষ থেকে জানানো হয়, উভয় দেশকে অবিলম্বে যুদ্ধবিরতি করে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে হবে। তবে এই আহবানে যুদ্ধেলিপ্ত আমেনিয়া আজারবাইজান সাড়া দেয়নি।
Leave a Reply