বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল কালোবাজারে উদ্ধার ৬২ বস্তা খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য- প্রধানমন্ত্রী ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবীতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ আরও দানা বাঁধছে বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সঙ্গীত বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত  ২৯ ও ৩০ এপ্রিল পীরগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা  আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত সংবাদ পরিবেশনের  ২ মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে  চাঁদাবাজি মামলা দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর ১৪ মাসের শিশুকে বাঁচাতে সাহায্যের আবেদন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৩৩ বার পঠিত

মোহাম্মদ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- মানুষের  মানবতার কল্যাণে কিছু কাজ করা দরকার। কারণ আমাদের জানা উচিত মানুষ মানুষের জন্য। অথচ আমরা আমাদের ব্যস্ততম জীবন-জীবিকার যুদ্ধে সেই শপথ ভুলে যাই। সেই শপথ স্মরণ করে আসুন না, একটি নিষ্পাপ ফুটন্ত ১৪ মাসের শিশুকে বাঁচতে এগিয়ে আসি না কেন! কিছুটা পরকালের পুন্য সঞ্চয় কথা বাদেই দিলাম, মানবতাকে জাগ্রত করতে এগিয়ে আসি। দিনাজপুর প্রেস ক্লাবের অফিস সহকারী, সবার সেবায় যে ছেলেটি দিন রাত পরিশ্রম করে গণমাধ্যম কর্মীদের পাশে থেকে দেশ ও সমাজের উন্নয়নের সহযোগিতা করে যাচ্ছে সে আর কেউ নয় “সোহেল পারভেজ” এর একমাত্র কন্যা। যে জন্ম থেকে হার্ট রোগে আক্রান্ত হয়ে বাঁচার যুদ্ধে লড়াই করছে। ১৪ মাসের সেই মিলি হাসির শিশুটি। সাইফা জান্নাত সুবহা’র এখন বাংলাদেশের চিকিৎসা শেষ। দিনাজপুর এবং ঢাকার চিকিৎসরা বলেছেন, তার হার্ট ফুটা (ভিএসডি) সেই সাথে তার হার্টের ভাল্ব দুটোর জায়গায় রয়েছে একটি মাত্র ভাল্ব। হার্টের রক্ত নালি সক্রিয় থাকছে না। এই শংকটময় বিপদের সময় তাকে বাঁচাতে পারে উন্নত চিকিৎসা। আমার আপনাদের সহযোগিতা এবং আল্লাহ তালার অসিম রহমত। ঢাকার হার্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ভারতের ভেলরে মানবতার ত্রাণ পুরুষ, শিশুদের দেবীশেঠির চিকিৎসা নিতে। কিন্তু বিধিবাম তার বাবার সৎ সামান্য আয় কি পারবে তার ১৪ মাসের শিশু সন্তানকে সুস্থ্য করে তার জন্মধারিণী ময়ের কোলে ফিরিয়ে দিতে? চিকিৎসকরা বার বার বলছে এ ধরণের রোগী আমরা ইতিপূর্বে দেখি নাই। তাই আপনাদের আর্থিক সহযোগিতা পেলে মাইফা জান্নাত সুবহা এই সুন্দর পৃথিবীতে আপনাদের সন্তানদের সাথে খেলতে পারবে, পড়তে পারবে। যদি সম্ভব হয় মানবতার আলোকে কিছু আর্থিক সহযোগিতা পাঠাবেন নতুবা নিম্ন ঠিকানায়–

সোহেল পারভেজ

অফিস সহকারী

দিনাজপুর প্রেস ক্লাব

ঠিকানা ও মোবাইল : ০১৭২৪১৬২২৫২

অথবা,

এক্সিম ব্যাংক

গনেশতলা শাখা, দিনাজপুর।

সঞ্চয় একাউন্ট নং-০৫৫১২১০০২২২১৫৬

রুপালী ব্যাংক

সুইহারী শাখা, দিনাজপুর।

সঞ্চয় একাউন্ট নং- ৪৬২২০১০০০৯৪০৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com