কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় নির্বাচনী প্রচারনা তোড়জোড় শুরু হয়ে গেছে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন। পাড়া-মহল্লা, হাটে-বাজারে গিয়ে ভোটারদের কাছে প্রতিশ্রুতির ডালি নিয়ে ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশিরা। তবে দলীয় নেতাকর্মীসহ ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন প্রধান দুই দলের মেয়র প্রার্থী। নৌকা ও ধানের শীষের মনোনয়ন পাচ্ছেন কারা, তা নিয়ে চলছে গুঞ্জন। খোঁজ নিয়ে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান ১০ জন। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দু’জন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান মেয়র শওকত ওসমান শুক্কুর আলী, সাবেক পৌর প্রশাসক প্রফেসর মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাংবাদিক নেতা হামিদ মো. জসিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সালমা আনিকা, শাহরিয়ার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, বর্তমান কাউন্সিলর সোহরাব উদ্দিন, শরীফ আহম্মেদ ও মাহাবুবুর রহমান সোহেল। বিএনপি থেকে প্রচার চালাচ্ছেন সাবেক মেয়র উপজেলা বিএনপির আহŸায়ক তোফাজ্জল হোসেন খান দিলীপ ও পৌর বিএনপির আহবায়ক গোলাম ফারুক চাষী। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রার্থী নির্বাচনে দলের ত্যাগী ও জনপ্রিয় নেতা প্রাধান্য পাবেন। উপজেলা পর্যায় থেকে তালিকা প্রস্তুত করে জেলায় পাঠানো হবে। জেলা কমিটি তা খতিয়ে দেখে প্রয়োজনে নতুন নাম সংযুক্ত করে কেন্দ্রে পাঠাবে। সেখান থেকে একজনকে মনোনীত করবে কেন্দ্র। সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যাপক তদবির চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। তারা স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে মাঠে কাজ করে যাচ্ছেন। এদিকে সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহবায়ক তোফাজ্জল হোসেন খান দিলীপ এবং পৌর বিএনপির আহবায়ক গোলাম ফারুক চাষী দলীয় মনোনয়নের জন্য লবিং-গ্রæপিং চালাচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে পৃথক সভা করছেন। দীর্ঘদিন ক্ষমতার বাইরে বিএনপি। তাই এবারের নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কোমর বেঁধে নামবেন দলটির নেতাকর্মীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, পৌর কমিটি দু’জনের নাম প্রস্তাব করে জেলায় পাঠাবে। জেলা সেটি কেন্দ্রে পাঠালে কেন্দ্রই প্রার্থী চূড়ান্ত করবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল বলেন, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে দল ত্যাগী ও জনপ্রিয় নেতাকেই মনোনয়ন দেবে।
Leave a Reply