ডেক্স রিপোর্ট।- সারাবিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬ কোটি ৬২ লাখ ২৩ হাজার নয়শ ছয়জন আক্রান্ত শনাক্ত হয়েছে ।আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ২৪ হাজার দু’শ ৫৫ জনের মৃত্যু বরণ করেছেন। করোনা সংক্রমণের পর ৪ কোটি ৫৮ লাখ সাত হাজার আটশ ৭২ জন সুস্থ হয়েছে।এখনো আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৮৮ লাখ ৯১ হাজার সাতশ ৭৯ জন। আক্রান্তদের মধ্যে এক লাখ ছয় হাজার ৯০ জনের অবস্থা গুরুতর। তবে বাকি এক কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ছয়শ ৮৯ জনের অবস্থা স্থিতিশীল।এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যুর হার ৩ শতাংশ। করোনায় বিধ্বস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র সবার উপরে রয়েছে। এরপরেই রয়েছে যথাক্রমে ভারত,ব্রাজিল,রাশিয়া, ফ্রান্স, স্পেন, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
Leave a Reply