রংপুর প্রতিবেদক।- রংপুর মহানগরীর আদর্শ পাড়ায় আঁখি মনি (১২) নামে শিশু কাজের মেয়ের গোপনাঙ্গে ষ্টিলের খুন্তি গরম করে ছ্যাঁকার দিয়ে নির্যাতনের অভিযোগে নওগাঁয় কর্মরত যুগ্ম দায়রা জজ, তার চিকিৎসক স্ত্রীসহ চারজনের নামে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা হয়েছে। শিশুটির মা বাদি হয়ে এই মামলা করেছেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, শিশু আইনে নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামের তালিকাভুক্ত ভিক্ষুক মৃত বাছেদ আলী ফকিরের কন্যা আখি মনির মা শিরিনা খাতুন বাদি হয়ে মামলাটি করেছেন। মামলায় নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতয়ালী থানায় এক জন দায়রা জজসহ ৪জনের বিরুদ্ধে শিশু আইনে মামলা দায়ের হয়েছে।
নওগা জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত যুগ্ম দায়রা জজ মো. রেজাউল বারী রিপন (৪৫), তার দন্ত চিকিৎসক স্ত্রী কার্ণিজ আফি কান্তা (৩৫), শাশুড়ি খালেদা বেগম (৫৫) এবং শ্যালিকা শাপলা বেগমকে (৪০) আসামি করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুটিকে পুলিশ হেফাজতে থানার ভিক্টিম সার্পোট সেন্টারে আছে। কিশোরগঞ্জ থানা থেকে প্রেরিত এস আই মাসুদ রানার মাধ্যমে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় শিশু আইনে মামলাটি রেকর্ড করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার জানান, কিশোরগঞ্জে থানা থেকে এজহার আসার পার সেটি আমরা রেকর্ড করি এবং বিষয়টি আমরা তদন্ত করছি। অপরাধী যেই হোক তদন্তে দোষি সাব্যস্ত হলে আমরা যথাযথ আইনি পদক্ষে নিবো।
Leave a Reply