রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারণা মূলক কার্যক্রম পীরগঞ্জে কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন শিশু ধর্ষকের বিচারের দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ   পীরগঞ্জে আরও একটি বিনোদন পার্ক  হলো   গাইবান্ধায় ওএমএসের চাল জব্দ, আ.লীগ নেতা আটক শরীয়াহ ভিত্তিক স্বল্প মেয়াদী বিনিয়োগ সুযোগ দিচ্ছে প্রাইম ব্যাংক বিরামপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত  ঘোড়াঘাটের জরাজীর্ণ ডাকবাংলোর কথা শাওমির ঈদ ক্যাম্পেইনে জয়ী প্রথম পাঁচজনের হাতে মেগাপুরস্কার তুলে দিলেন ক্রিকেট তারকা তামিম ইকবাল রংপুরে সিআইএস এর উদ্যোগে  দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক সভা  

দিনাজপুরে ‘বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার’ উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৯ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- ‘সাহিত্য সমৃদ্ধি ইতিহাসের একটি নিদর্শন হচ্ছে ভাস্কর্য’ এমন মন্তব্য করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, যারা অতীতকে বিশ্লেষণ করতে পারে না, যারা অতীত সভ্যতাকে আবিষ্কৃত করে না, তারা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারে না। আর মূর্খ ধর্মান্ধরা মমত্ববোধ সহানুভূতির মর্যাদা রক্ষা করতে পারেনা। কারণ ধর্ম মানুষকে জ্ঞানী মহানুভব মানবতাবাদি করে কিন্তু ধর্মান্ধতা মানুষকে হিংস্র করে তুলে।
তিনি বলেন, বীরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারের উদ্বোধনীর মধ্যদিয়ে গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিতের দ্বার উন্মেচিত হলো। আর এই কাজটি যিনি করেছেন ডা. ডিসি রায় তিনি মানব সেবায় নিজেকে স্বতঃস্ফূর্তভাবে সাধারন মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত করেছেন বলে আমি মনে করি।
৭ ডিসেম্বর ২০২০ সোমবার বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ‘বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
প্রখ্যাত ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. লাইক আহমেদ খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী, জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম হরেন্দ্র নাথ বর্মণ, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার এর চেয়ারম্যান ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডি.সি রায়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে ফলক উন্মোচন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ এবং ফিতা কেটে সেন্টারের উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি গোপাল। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা কার্যক্রম শুরু করা হয়।
এমপি গোপাল আরো বলেন, বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর প্রতি ভারত বন্ধুত্বের একটি উদাহরণ সৃষ্টি করেছে। বাঙালি এবং বাঙালিরা ভারতের প্রতি সে বন্ধুত্বের ভূমিকা সবসময়ের জন্য অব্যাহত রাখবে। কারণ ভারত-বাংলাদেশের বন্ধুত্ব¡ রক্তের বন্ধনে আবদ্ধ। আর রক্তের বন্ধনে যে বন্ধুত্ব আবদ্ধ তা অন্য কোন কিছুর মাপকাঠিতে বিশ্লেষণ করা যাবে না। যেকোনো সংকটকালীন মুহূর্তে ভারত যেভাবে বাংলাদেশের মানুষের পাশে অবস্থান নিয়েছে বাংলাদেশও তাদের পাশে সেই অবস্থান গ্রহণ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। আগামীতে এই সম্পর্ক আরো গভীরতর হবে। আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা বানিজ্য রয়েছে। ভারতে বিদেশ থেকে যে পরিমাণ লোক যায়, তার মধ্যে বাংলাদেশর মানুষের সংখ্যা বেশি। মানুষে মানুষে যে সম্পর্ক তা আমাদের দুই দেশের মধ্যে ব্যাপকভাবে রয়েছে। এক কথায় বাংলাদেশ-ভারত সম্পর্ক সোনলী অধ্যায়। তিনি বলেন, বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে ভাল করছে যা আজকের এই প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন অন্তত তাই প্রমাণ করে।
স্বাগত বক্তব্যে ডা. ডি.সি রায় বলেন, আমার মূল লক্ষ্য হলো- তৃণমুল পর্যায়ে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা। যাতে একজন রোগী সুলভে আধুনিক চিকিৎসা পায়। আর আমার আরেকটি লক্ষ্য হচ্ছে- বেশি বেশি সচেতনতামূলক পরামর্শ প্রদানের মাধ্যমে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের পা কাটার হাড় কমিয়ে আনা। সর্বপরি উত্তরবঙ্গে ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ব্যক্তিদের যুগোপযোগী চিকিৎসা সেবা নিশ্চিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডায়াবেটিস স্ক্রিনিং টেস্ট ও ব্লাড ডোনেশন কার্যক্রমন পরিচালনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন উর রশিদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com