কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।- কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। কটিয়াদী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোস্তাকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারন সম্পাদক আঃ ওয়াহাব আইন উদ্দিন, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা যুবলীগের শাফুল কাদের মনি, প্রমুখ। বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার সহ তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। বাংলাদেশে অশান্তি সৃষ্টিকারী জঙ্গি, মৌলবাদি, সম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী গোষ্ঠিকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধুর বাংলায় তাদের প্রতিরোধ করা হবে।
Leave a Reply