নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন দিনাজপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তহিদুল হক সরকার ।
আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে শনিবার রাতে শহরের বালুবাড়িস্থ উত্তর বালুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে দিনাজপুর শহর আওয়ামী লীগের অন্তর্গত ৭নং ওয়ার্ড শাখার নেতাকর্মীদের সাথে উক্ত মতবিনিময় করেন তিনি।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড হাসনে ইমাম নয়ন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম আলম সরকার বাবু, আশরাফ আলী শাহ্, এনাম উল্ল্যাহ জ্যামী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড সারওয়ার আহমেদ বাবু, জেলা মহিলা যুবলীগের সভানেত্রী ছবি সিনহা, সাধারণ সম্পাদিকা মাসুদা বেগম মুক্তা, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান টুটুলসহ ওয়ার্ড মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুণ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply