ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও আলোচনা সভা সহ শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলাম, ওসি আজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলি নুরন্নবী খান, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ আতোয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবু প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply