রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২১ অপরাহ্ন

আনুষ্ঠানিক ভাবে চালু হলো চিলাহাটি হলদিবাড়ী রেলপথ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৯০ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে র্দীঘ ৫৫ বছর পর এ রুটে ফের ট্রেন চলাচলা শুরু হলো। আশা করা হচ্ছে, চিলাহাটি শিলিগুড়ি রুটে রেলপথ পথ চালুর মাধ্য দিয়ে এ অঞ্চলে ব্যবসা-বানিজ্যের প্রসার ঘটবে।

এদিন ঢাকা-দিল্লির মধ্যে ভার্চুয়াল সামিট শেষ হওয়ার আধা ঘণ্টা পর চিলাহাটি রেল স্টেশন থেকে ৩২টি পণ্যবাহী বগি নিয়ে ভারতের হলদিবাড়ী ষ্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় একটি ট্রন। সে সময় রেললাইনের দুই পাশে হাজার হাজার নারী-পুরুষ সমবেত হয়ে হাত উঁচিয়ে অভিনন্দন জানায়। এখন পণ্যবাহী ট্রন চলাচল করলেও আগামীতে এই রুটে যাত্রিবাহী ট্রন চলবে বলে জানা গেছে।

চিলাহাটি রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এ রেলপথ চালু হওয়ায় দুই দেশের সম্পর্ক আরও অনেক বেশি উচ্চতায় স্থান পাবে। পাশাপাাশি দুই দেশের জনগণ উপকৃত হবে। পণ্যবাহী ট্রনেরে পাশাপাশি আগামী বছর যাত্রিবাহী ট্রেন ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এ সময় উপস্থিত বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ আবারও চালু হওয়ায় ব্যবসা-বানিজ্যের প্রসারণ ঘটবে।তিনি বলেন আমদানি-রপ্তানি শুরু হবে। বিশষে করে রংপুর অঞ্চল উপকৃত হবে। ২৬ মার্চ যাত্রিবাহী ট্রেন চলাচল শুরু হলে আমাদের জন্য মাইলস্টোন হিসেবে থাকবে। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য বানিজ্য।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৫ আগস্ট পাক-ভারত বিভক্তির পরেও চিলাহাটি-হলদিবাড়ী রেলপথটি চালু ছলি। ‘দার্জেলিং মেইল’ নামে একটি ট্রেন চলত। কিন্তু ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর বাংলাদেশের উত্তর সীমান্তে নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী হয়ে ‘দার্জেলিং পর্যন্ত রলেপথ বন্ধ হয়ে যায়। পরর্বতীতে বন্ধ থাকা রেলপথটি চালু করতে দুই দেশের সরকার উদ্যোগ নেয়। ২০১৯ সালের ২১ সেপ্টম্বের ৮ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রলেমন্ত্রী নুরুল ইসলাম সুজন।পুনরায় এই রুট চালু করার উদ্দেশ্যে ইতোমধ্যে চিলাহটিতে স্থাপন করা হয়েছে নতুন রলেপথ, নির্মাণ করা হয়েছে ভআিইপি গেস্ট হাউস। কাস্টম হাউস আর ইমগ্রিশেন অফিস নির্মাণ কাজ শেষ হলে আগামী বছর যাত্রিবাহী ট্রনে চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দনি সরকার, নীলফামারী-৪ আসনরে সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, সংরক্ষতি আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, রলেপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, প্রকল্প পরচিালক ও রলেওয়ের পশ্চিমাঞ্চলের কর্মকর্তা আবদুর রহিম, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলছেুর রহমান পিপিএম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com