সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মিলনের মনোনয়নপত্র জমা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২২৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব-এর নিকট মনোনয়নপত্র জমা দিলেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ অন্যান্য মেয়র ও কাউন্সিল’র প্রার্থীরা। আজ রোববার (২০ ডিসেম্বর) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে জেলা নির্বাচন অফিসারের কাছে তারা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
গাইবান্ধা পৌরসভার মেয়র পদে বর্তমান পৌর মেয়র আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন মনোনয়নপত্র জমা দেয়ার সময় বিপুল সংখ্যক সমর্থক মিছিল সহকারে নির্বাচন অফিসের সামনে জমায়েত হয়। দল থেকে তিনি দ্বিতীয়বারে মনোনয়ন পেয়েছেন।

মোট ৯ জন মেয়র প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থী মনোয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক প্রার্থী এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, বিএনপি মো. শহিদুজ্জামান শহীদ (বিএনপি) সাবেক পৌর মেয়র শামছুল আলম (স্বতন্ত্র), মির্জা হাসান (স্বতন্ত্র), মতলুবর রহমান (স্বতন্ত্র) আনোয়ার-উল-সরওয়ার (স্বতন্ত্র), ফারুক আহমেদ (স্বতন্ত্র) ও আহসানুল করিম লাছু (স্বতন্ত্র)।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, বাংলাদেশ আওয়ামী লীগ পৌর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এমারুল কবির সাবিন ও জেলা যুবলীগ সভাপতি সরদার সাঈদ হাসান লোটনসহ অন্যান্যরা। প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারী ২০২০ তারিখ গাইবান্ধা পৗরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com