রংপুর প্রতিনিধি।- রংপুরে জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২ জানুয়ারি শনিবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল আলোচনা সভা ও কেকা কাটার আয়োজন করে।
রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহার সঞ্চালনায় ও সভাপতি মনিরুজ্জামান হিজবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারন সম্পাদক রইচ আহম্মেদ, মহানগর বিএনপির প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান লাকু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মুন্না, লিয়ন, রংপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাপলো চৌধুরী প্রমুখ।
পরে দুপুর আড়াইটার দিকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে র্যালী বের করে মুল সড়কে নামতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে পুলিশি বাধায় দলীয় কার্যালয়ের প্রধান ফটকে প্রতিবাদ সভা করেন ছাত্রদল নেতারা। এসময় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
Leave a Reply