মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- আসন্য পৌরসভা নির্বাচনকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আক্কাস আলীকে নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৬ই জানুয়ারী দ্বিতীয় ধাপে দিনাজপুরের বিরামপুর পৌর নির্বাচন সুষ্ঠ সুন্দর ভাবে পরিচালনার লক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু’র নেতৃত্বে আওয়ামীলীগের সকল নেতা কর্মিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ জানুয়ারি রাত সাড়ে ৭ টায় পৌর শহরের মির্জপুর নামক স্থানে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শিবেষ চন্দ্রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিলীপ কুমার কুন্ডু, নাড়– গোলাপ কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মশফিকুর রহমান ও আব্দুর রাজ্জাক মাষ্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুবলীগ সভাপতি আবু হেনা-মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বকুলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক বৃন্দ।
এ সময় নৌকা প্রতীকের প্রার্থী আক্কাস আলী বলেন, এই পৌরসভায় নৌকা প্রতীকের জয় হলে, সে জয় আমার নয়, জয় হবে জনগণের। তিনি সর্বসময় জনগণের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply