কটিয়াদী (কিশোরগঞ্জ ) থেকে সুবল চন্দ্র দাস।- চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি দেশের ৫৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার তিনটি পৌরসভা রয়েছে। এই তিনটি পৌরসভা হচ্ছে, বাজিতপুর, হোসেনপুর ও করিমগঞ্জ পৌরসভা। এর মধ্যে হোসেনপুর ও করিমগঞ্জ ব্যালটে এবং বাজিতপুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এই তিন পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। রোববার (৩ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করে সাংবাদিকদের বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এর আগে দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার দুটি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে। পৌরসভা দুটি হচ্ছে, কিশোরগঞ্জ পৌরসভা ও কুলিয়ারচর পৌরসভা। আগামী ১৬ জানুয়ারি কিশোরগঞ্জ পৌরসভায় ব্যালটে এবং কুলিয়ারচর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্র্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় ধাপে কটিয়াদী পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে। এ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply