ইউক্রেনের চারটি অঞ্চলকে শেষ পর্যন্ত রাশিয়ার সাথে অন্তর্ভুক্ত করে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্টের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন করে মস্কোর ওপর অবরোধের ঘোষণা দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের যুদ্ধের সাত মাস পূর্ণ হওয়ার কয়েক দিন পর শুক্রবার ভ্লাদিমির পুতিন চার বিজিত অঞ্চল সংযুক্তির ঘোষণা দিলেন।
ক্রেমলিনে এসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউক্রেনের লুহানস্ক, দোনেত্স্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে যুক্ত করার ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি দাবি করেন, গত শুক্রবার থেকে গত মঙ্গলবার পর্যন্ত গণভোটে ওই চার ইউক্রেনীয় অঞ্চলের মানুষ রাশিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে ব্যাপকভাবে রায় দিয়েছেন।এর আগে ২০১৪ সালে কৃষ্ণ সাগরের উপকূলে ইউক্রেনের মালিকানাধীন ক্রিমিয়া উপদ্বীপকে একইভাবে নিজেদের অন্তর্ভুক্ত করে নেয় মস্কো।গতকাল অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়ার পর অধীকৃত চার অঞ্চলের চার রুশপন্থী নেতা পুতিনের সঙ্গে হাত মেলান। ওই চার নেতা হলেন খেরসনের ভ্লাদিমির সালদো, জাপোরিঝিয়ার বালিস্কি, দোনেস্কের দেনিস পুশিলিন এবং লুহানস্কের লিওনিদ পাশিচনিক।এদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন, এখন কী হবে! পুতিন অবশ্য আগেই বলেছেন, নতুন ভূখণ্ডে কারো হামলা রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে দেখা হবে। তাতে প্রয়োজনে রাশিয়া যেকোনো অস্ত্র ব্যবহার করবে। উল্লেখ্য ইউক্রেন এর প্রতিক্রিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে তাদের দ্রুত অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়েছে।
Leave a Reply