মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

দিনাজপুরের ঘোড়াঘাটে দূর্গাপুজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২৫৭ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম (শফি)।- দিনাজপুরের ঘোড়াঘাটে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমরে সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন, অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাধারন সম্পাদক জগদীশ চক্রবর্তী (জগত) সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

আইন শৃঙ্খলা সভায় উপজেলার ৩২ টি পুজা মন্ডপের সভাপতি সম্পাদক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা সভায় সরকারি ঘোষণা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে উপজেলার ৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় অনুষ্ঠিত ৩২ টি পুজা মন্ডপের আইন শৃঙ্খলা নিশ্চিত করার কৌশলগত সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময় ৩২ টি পুজা মন্ডপের সভাপতি সম্পাদকের হাতে সরকারি ভাবে বরাদ্দকৃত ৫০০ কেজি করে চালের ডিও তুলে দেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

ক্যাপশনঃ ঘোড়াঘাটে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সরকারি ভাবে বরাদ্দকৃত চালের ডিও পুজা মন্ডপের সভাপতি সম্পাদকের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com