বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরে গ্রীষ্মকালীন সবজি বাঁধাকপি চাষে রতন চন্দ্র রায়ের অভূতপূর্ব সাফল্য সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ   ঘোড়াঘাটে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা পীরগঞ্জে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে বকনা বাছুর বিতরণ বিএনপি-জামায়াত আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে এ কালচার আমরা চাই না – সারজিস চোরতন্ত্র উচ্ছেদ করতে পারলে  দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে রংপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগ সমিতির মানবন্ধন পার্বতীপুর মডেল থানার ওসি হিসেবে পদায়িত হলেন আব্দুল্লাহ আল মামুন ফুলবাড়ীতে বাংলাদেশ কেমিস্টস্ ড্রাগিস্টস চার দফা দাবিতে ঘন্টা ব্যাপী  মানববন্ধন রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী 

নবাবগঞ্জে কবুতরের খামার করে স্বাবলম্বী শাফিউল ইসলাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৬৩৮ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে কবুতরের খামার করে তা থেকে মাসিক ৫০ হাজার টাকা আয় করছেন মোঃ শাফিউল ইসলাম খন্দকার নামে এক কবুতর খামারের মালিক। শাফিকুল ইসলাম খন্দকার উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া গ্রামের মৃত আজিজুল হক খন্দকারের ছেলে।তিনি বর্তমানে উপজেলার দলার দরগা বাজারে বাস করেন এবং সেখানেই তার কবুতরের খামার গড়ে তুলেছেন। শাফিউল জানান বাজারে তার বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সেই ব্যবসা গুটিয়ে সেখানে তিনি কবুতরের খামার করেছেন। তিনি জানান ১৯৯৯ সালে ১০ জোড়া দেশি গিরিবাজ লোটন জাতের কবুতর দিয়ে তার কবুতর পালনের যাত্রা শুরু হয়। ২০১৭ সালে তার ওই কবুতরের সংখ্যা দাঁড়ায় ১০০ জোড়ায়। এরপর ২০১৭ সাল থেকে যোগ হয় ৩০ জোড়া ফেন্সি জাতের কবুতর। ২০২০ সালে তার খামারে কবুতরের সংখ্যা দাাঁড়ায় ২০০ জোড়ায়।যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। তার কবুতরের খামারে কিং, মডেনা, মারটেজ, জ্যাকোবিন, বোখারা, স্ট্রেচার, লাহরী, মুন্ডিয়ান, বোম্বাই, লংফেস, বিউটিহোমা, ওরিয়েন্টাল, করমনা, বাগদাদী ও হোমা সহ ৩০ জাতের কবুতর রয়েছে। তার খামারে ৭০০ টাকা জোড়া থেকে ১ লাখ টাকা জোড়া মূল্যের কবুতর রয়েছে। যা থেকে বেচা কেনা করে সব খরচ বাদ দিয়ে তিনি প্রতিমাসে ৫০ হাজার টাকা আয় করছেন। তিনি আরও জানান তার খামারে কবুতরকে খাদ্য হিসাবে গম, ভূট্টা, হেন্টি, বাজরা,  সূূর্যমুখী,  কুসুম ফুলের বিচি, সাদা ও কালো মটর ডাল,মসুর ডাল ও ছোলা দিয়ে থাকেন। এতে তার প্রতিমাসে ১৫ হাজার টাকা ব্যয় হয়।কবুতরের কোন অসুখ বা সমস্যা দেখা দিলে তিনি নিজের অভিজ্ঞতায় ও অন্যস্থানে খামারীদের নিকট পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহন করেন। উপজেলা এলাকায় এরকম কতটি কবুতরের খামার রয়েছে জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান তিনি এলাকার বাইরে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com