রাংগা সরকার।- ‘বড় বড় কথা না বলে চলো ছোট ছোট কাজের পথে। যৌবনের কাজ, বৃদ্ধে রাজ। ‘সত্যি তাই। এমন একটি লালিত স্বপ্নকে বুকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে “মুজিববর্ষের অঙ্গিকার, পাড়া মহল্লায় পাঠাগার” এই শ্লোগানকে সামনে রেখে সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদে উদ্বোধন করা হয়েছে আবুতালেব গাঙচিল গণ পাঠাগারের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু তালেবগা ঙচিল গণ পাঠাগারের সম্মানিত সভাপতি, জাহাঙ্গীরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব এ টিএম আশরাফুল ইসলাম সরকার রাংগা, পীরগঞ্জ উপজেলা ইয়ুথ ফোরাম কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ, পাঠাগারের সাংগঠনিক সম্পাদক- শয়ন প্রধান, পাঠাগার উপদেষ্টা কমিটির সদস্য- মেহেদুল ইসলাম মৃদুল, রেজাউল, মিজানুর, রবিউল, শাওন আহমেদ, সাংবাদিক হুমায়ূন আহমেদ সহএলাকার গণ্য-মান্য ব্যক্তিবর্গ। বক্তারা পাঠাগারের উন্নয়নে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।শতযুব ফাউন্ডেশানের একশত যুবক এই পাঠাগারটির স্বপ্নদ্রষ্টা। তাদেও প্রাথমিক চিন্তা ও কল্পনার বাস্তবায়নের যাত্রা শুরু হলো এখানথেকেই। উদ্যোক্তা হিসেবে আছেন- মাহমুদ হাসান সেতু।আপাতত: ছেলে-মেয়েসহ সর্বস্তরের মানুষকে বই মুখী করাই পাঠাগারটির উদ্দেশ্য।অনুষ্ঠানে অনেকেই স্বেচ্ছায় বিভিন্ন রকমের বই উপহার দিয়েপাঠাগারের শেল্ফ ভরিয়ে তোলেন। তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply