বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে  এনসিপির জুলাই পদযাত্রা শুরু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৭ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।-  জুলাইগণ অভ্যুত্থানের বর্ষপুর্তি উপলক্ষ্যে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। মঙ্গলবার (১ জুলাই) সকালে আবুসাঈদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ দলটির নেতারা।

এ সময় নাহিদ ইসলাম বলেন, এক বছরআগে ১লা জুলাই আমরা বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন ব্যানারে একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করে ছিলাম যে আন্দোলনে আবু সাইদ মুগ্ধ জসিমসহ লক্ষ তরুণ ছাত্র জনতা শরিক হয়েছিল।

১৬ জুলাই আবুসাঈদের মৃত্যুর মধ্য দিয়ে এ আন্দোলন গণঅভ্যুত্থানে রুপ নেয় এবং  স্বৈরাচারি সরকারের পতন ঘটায়।   জুলাই অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়, বরং, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন ছিলো। বৈষম্যহীনবাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। জুলাইসনদ ও জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলেও মন্তব্য করে তিনি।জুলাই অভ্যুত্থানে যারামানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনা, সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন দেয়াসহ নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন।

এরআগে, সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়কনাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠযুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ,  জ্যেষ্ঠযুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তারা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন।এরপর গাইবান্ধার উদ্দ্যেশ্যে পথসভা শুরু করেন এনসিপি নেতারা। বেলা ৩ টায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলাচত্বর, জাহাজ কোম্পানীর মোড় সহ বিভিন্ন পয়েন্টে পথ সভা করেন।

পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় এ কর্মসূচি পালন করবে এনসিপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com