সোমবার, ১২ মে ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

পীরগঞ্জ উপজেলায় মদ জুয়া চুরি বেড়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৪১৭ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলায় সম্প্রতিক সময়ে ব্যাপকহারে মাদক, জুয়া ও চুরি বেড়ে গেছে বলে  অভিযোগ উঠেছে। ১৩ মার্চ সোমবার পীরগঞ্জ উপজেলায় আইন শৃংখলা বিষয়ক কমিটির সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এই অভিযোগ তুলেছেন।

এদিন ৭নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান সেলিম, ১০নং শানেরহাট ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহুর রহমান, ৬ নং টুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল, আওয়ামীলীগের সভাপতি নুরুল আমীন রাজা সভায় এই অভিযোগ উত্থাপন করেন। চেয়ারম্যানগণ বলেন ব্যাপক ভাবে জুয়া বেড়েছে। মদ, গাঁজা সেবনকারীদের প্রভাব বেড়েছে,মধ্যরাত পর্যন্ত গাঁজার আসর বসছে। তারা বলেন, কোন ভাবেই মাদকসেবীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই সাথে ইদানিং নলকুপ চুরির হিড়িক পড়েছে বলেও অভিযোগ করা হয়। আওয়ামীলীগ সভাপতি অবিলম্বে মাদক, জুয়া ও ছিচকে চুরি বন্ধ করার জন্য পুলিশের প্রতি আহবান জানান।

সভায় অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেছেন, পীরগঞ্জের পুলিশ মাদক ও জুয়া বন্ধে তৎপর রয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান। তিনি দাবী করেন, ইতোমধ্যে, গরু চুরি, স্যালো মেশিন চুরি বন্ধ  হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com