নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ এনে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ মোঃ শহিদুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
গত বুধবার দুপুরে উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে শেষ হয়। পরে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ভাদুরিয়া ইউনিয়ন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থী মোঃ রোমান কবির বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী সরকারের দলীয় ছত্রছায়ায় ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম নানা অনিয়ম দুর্নীতি করে বীরদর্পে চলে আসলেও তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেন না। এছাড়াও বেশ কয়েক জন নারী শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ থাকলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেন এই শিক্ষার্থী।ও-ই সব অপরাধের জন্য আমরা ছাত্র জনতা আজকে অধ্যাক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন বলে জানান তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য দেন সমন্বয়ক রাশেদুল ইসলাম,মোঃ তালহা সরকার,আবু সুফিয়ান, আবু সাঈদ ও অন্যান্য শিক্ষার্থী বৃন্দ
Leave a Reply