শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

অনুর্ধ্ব-১৫ ক্রিকেটার শাহরিয়ার কবির শুভ মারা গেছেন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৮৪ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রাজধানীতে ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অনুর্ধ্ব-১৫ ক্রিকেট দলের ক্রিকেটার শাহরিয়ার কবির শুভ মারা গেছেন। মৃত্যুর সাথে এক মাস লড়াই করে অবশেষে আজ মঙ্গলবার ভোরে ঢাকায় জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন রংপুরের তরুণ এই ক্রিকেটার। এদিকে শাহরিয়ার কবির শুভর পরিবারে এখন শোকের মাতম বইছে। এমন সম্ভাবনাময়ী ক্রিকেটারের অকাল মৃত্যুতে কাঁদছেন এলাকার মানুষ। তবে শাহরিয়ারের পরিবারের সদস্যরা মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি। শুভ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিবেশী ও রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু। তিনি জানান, ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বসুন্ধরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন শুভ। মোটরসাইকেলে থাকা অপর আরোহী সোহানও আহত হন। প্রথমে শাহরিয়ারকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। মঙ্গলবার বাদ আসর রংপুর নগরীর জুম্মাপাড়া করিমীয়া নুরুল উলুম মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজার পর স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে।শুভর বাড়ি রংপুর নগরীর জুম্মাপাড়া মহল্লায়। তার বাবা আসলাম আলী ও মা সাজেদা বেগম। তিন ভাই-বোনের মধ্যে শাহরিয়ার কবির ছিল সবার ছোট। তিনি ঢাকার বিকেএসপিতে পড়াশুনা করেন। খেলেছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ক্রিকেট দলে। এছাড়াও রংপুর জেলা ও বিভাগীয় ক্রিকেট দলে খেলেছেন। সম্প্রতি রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে তিস্তা থানডার্সের হয়ে খেলেছেন। ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে অনুষ্ঠান থেকে রাতে বন্ধুর বাড়িতে যাওবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার শিকার হন শাহরিয়ার কবির। রংপুর ক্রিকেট একাডেমির ম্যানেজার আরিফ আলী বলেন, নাসির হোসেনের বিয়ের অনুষ্ঠানের দিন রাত দেড়টার দিকে বসুন্ধরা এলাকাতে দুর্ঘটনাটি ঘটে। এ সময় শাহরিয়ার মোটসাইকেলের পেছনে বসা ছিলেন। দুর্ঘটনায় শাহরিয়ারের সঙ্গে থাকা সোহানও আহন হন। তার মাথায় ও শরীরে ১৭টি সেলাই পড়েছে। প্রসঙ্গত: ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় বিয়ের আয়োজন সম্পন্ন করেন ক্রিকেটার নাসির হোসেন। ওই অনুষ্ঠানে পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজনরা ছাড়াও রংপুরের উদীয়মান কয়েকজন খেলোয়াড় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com