পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে রুবেল ইসলাম।- পলাশবাড়ী ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে উচ্চমুল্যে ভিজিট দিয়ে রোগি দেখার পর গণহারে বিভিন্ন প্রকার এ-টেস্ট সে-টেস্ট দিয়ে ইচ্ছা মত টাকা নেবার অভিযোগ উঠেছে।
জানা গেছে, বিভিন্ন এলাকায় নিযুক্ত দালালদের মাধ্যমে রোগী আসে এই ডায়াগনস্টিক সেন্টারে, দালালদের জন্য ডাঃ এর কাছে রোগি দেবার পারসেন্টেন্স এবং সেই রোগীর ব্যবস্থাপত্রে যে টেস্ট গুলো দেয়া হবে তার পারসেন্টেন্স পাবার ফলে দালালদের দৌরাত্বও কম নয়, টাকা কম থাকলে ব্যাবহার খারাপও করার নজির রয়েছে তাদের বিরুদ্ধে।
বিভিন্ন টেস্ট দেবার পর মাছ কেনা বেচাঁর মত দামদর করে টেস্টের টাকা কমবেশি করা যায়, প্রভাবশালী ব্যাক্তির রেফারেন্স ছাড়া কম মুল্য অসম্ভব।
অভিযোগের সুত্র ধরে সরেজমিনে গিয়ে দেখা যায়,একজন রোগীকে ৫০০ টাকা ভিজিট দিয়ে ৫ টা টেস্ট দিয়ে ৭ হাজার টাকা নেবার অভিযোগ করা হয়েছে, ওখানকার আরোও অনেক রোগীর কাছে জানা যায়, সব সময় এ নিয়ে হট্টগোল লোগেই থাকে।
ডায়াগনস্টিক সেন্টারের নামে এসব কসাইখানা গুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবার জোর দাবি জানাচ্ছে ভুক্তভুগী রোগী ও তাদের স্বজনরা।
এ বিষয়ে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের সাথে কথা বলতে গিয়ে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন সাংবাদিক আসার কথা শুনে পরিচালক গাঢাকা দিয়েছে।
Leave a Reply