মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট হচ্ছে কালো আইন – জিএম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৩০ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট হচ্ছে একটি মেয়াদোত্তীর্ণ কালো আইন বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ২০ মে/২১ খ্রি: বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা বন্ধ এবং সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধনে বক্তৃতাদানকালে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, ব্রিটিশ সরকার তাদের ক্ষমতা পোক্ত করতে নিবর্তনমূলক এই আইনটি করেছিল। স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে এমন কালো আইন জনস্বার্থবিরোধী। তিনি আরও বলেছেন, বর্তমান তথ্য অধিকার আইনটিও উপনিবেশিক ধারাবাহিকতা বজায় রেখে প্রণয়ন করা হয়েছে। এতে সরকার ও জনগণ যেন রাজা-প্রজা, এ ধারণাটিকে লালন করা হচ্ছে। আমরা তথ্য অধিকার আইনকে যত দ্রæত সম্ভব সংশোধন করার দাবি জানাচ্ছি। এদিন জি এম কাদের বলেন, তথ্য সংগ্রহ কখনো চুরি হতে পারে না। সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও মামলার প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য তিনি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবী জানান।  এদিন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজনীন সুলতানা, শেখ মাসুক রহমান, শরফুদ্দিন আহমেদ শিপু, এনাম জয়নাল আবেদীন, জহিরুল আলম রুবেল ও সুজন দে প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com