সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন জরুরি – জি এম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৩৯ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ৭মার্চ /২১ খ্রি: রবিবার জাপার বনানী কার্যালয়ে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন জরুরি হয়ে পড়েছে। তিনি বলেছেন, সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আছে। আইনটি গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টি ডিজিটাল নিরাপত্তা আইনের বিপক্ষে নয়। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা নিবর্তনমূলক। যা ভিন্নমত দমনে ব্যবহার হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। তিনি বলেন,আমরা গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে সেই ধারাগুলো সংশোধন করার জোর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেছেন, এই আইনের কিছু ধারা গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করেছে। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশের অধিকার অনেকাংশেই রোধ করেছে। এদিন পার্টির কো-চেয়ারম্যান ও প্রদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মনিরুল ইসলাম মিলন, আহসান আদেলুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com