শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

  অব্যাহত নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে আওয়ামীলীগ রাজপথে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- বিএনপি-জামায়াতের অব্যাহত নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুর আওয়ামী লীগ রাজপথে শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এই অব্যাহত কর্মসূচি পালন করেন।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এর সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি পালিত হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি অনুপ কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ভুট্টো, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. আকবর আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ধনিমদ্দীন শাহ্, প্রমুখ।

এছাড়াও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক খ্রিস্টিনা লাভলী দাস, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক মারুফ রাসেল, সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ¦ মো. আজিজ সহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ চায় দেশের জনগণকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুুনরায় নির্বাচিত করতে দেশের জনগণ বদ্ধপরিকর। আজ তফশীল ঘোষনা করতে পারেন নির্বাচন কমিশন। আর এই সুষ্ঠু নির্বাচনে বিএনপি-জামায়াত কোন রকম বাধা সৃষ্টি করলে আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী আমরা রাজপথে থেকে প্রতিহত করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com