ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার নেতৃত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের পরিচালনায় অসুস্থ সাংবাদিক পাপুল সরকারকে দেখতে গেলেন পলাশবাড়ী প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ। পাপলু গতরাত ২ টায় হঠাৎ জ্বর, পেট ব্যথা, বমিসহ পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে পড়েন। এমতাবস্থায়, রাত ২ টা ৩০ মিনিটে তার মা অটো ভ্যান যোগে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান । এ সংবাদ শুনে পলাশবাড়ী প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ দুপুরে ছুটে যান পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপস্থিত প্রেসক্লাব সাংবাদিকবৃৃন্দ তার শয্যাপাশে বসে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার আশুরোগমুক্তি কামনা করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ প্রশান্ত কুমার জানান, রোগী ফুডপয়জন রোগে আক্রান্ত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সরকার, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিদুষ রায়, কার্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম, সাধারন সদস্য সাদেকুল ইসলাম রুবেল, বায়েজিদ প্রমূখ।
Leave a Reply