রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

আইন শৃংখলা রক্ষায় পীরগঞ্জ থানা পুলিশের তৎপরতা অব্যাহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১৯ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।– রংপুর জেলার গুরুত্বপূর্ণ উপজেলা পীরগঞ্জ। একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত পীরগঞ্জ  উপজেলা। এই উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় পীরগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

শুধু তাই নয়, মাদক ও জুয়া  প্রতিরোধে  যেমন  পুলিশী তৎপরতা লক্ষ্য করা গেছে তেমনি মটরসাইকেল চুরি গরুচুরি, দোকান চুরি বন্ধেও রয়েছে প্রশংসনীয় তৎপরতা।

এদিকে পীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে, ১২ মে/২৪খ্রি: রবিবার এসআই মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে রংপুর জেলার পীরগঞ্জ থানার মামলা নং-১৯, ধারা-৩৭৯; পেনাল কোড; মোটর সাইকেল চুরি মামলায় ঘটনার সহিত জড়িত আন্তঃজেলা কুখ্যাত মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ রবিউল ইসলাম জিয়া (৪৪) পিতা-মোঃ আতাউর রহমান বাদশা, সাং-আরাজি জামালপুর, ২। মোঃ আমিনুল ইসলাম (৫৩) পিতা-মৃত হাকিম উদ্দিন, সাং-ছান্দিপুর, ১নং রসুলপুর, উভয়ের থানা-সাদুল্যাপুর, জেলা-গাইবান্ধাদ্বয়কে অভিযান পরিচালনা করে জিপিএস ট্রাকের সহায়তায় রাত্রি ০৩.৩০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন মজুমদার হাট মার্সেল শোরুমের সামনে চুরি যাওয়া মোটর সাইকেলটিসহ হাতেনাতে তাদেরকে  গ্রেফতারসহ  চোরাই ডিসকাভার  মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

জানা গেছে আসামীদ্বয় পেশাদার মোটর সাইকেল চোর।তারা অত্র থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরি করে আসছিল।গ্রেফতারকৃতদের   বিরুদ্ধে অনেক মামলার তথ্য পাওয়া গেছে।

অপর দিকে এসআই (নিঃ) মোঃ মমতাছের হাসানের  নেতৃত্বে রংপুর জেলার পীরগঞ্জ থানার গরু চুরি মামলার কুখ্যাত গরু চোর মোঃ টিপু সুলতানকে পীরগঞ্জ থানাধীন ১৪নং চতরা বাজার এলাকা হতে রাত ০২:২০ ঘটিকায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও পীরগঞ্জ থানার একদল চৌকস পুলিশ অফিসার অভিযান পরিচালনা করে থানার বিভিন্ন এলাকা থেকে ২(দুই) জন  গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী এবং নিয়মিত মামলায় ১ জন আসামী এবং কা: বি: ১৫১ ধারায়  ১ জন আসামীকে গ্রেফতার করেন। জানাগেছে  বিধি মোতাবেক ০৭ জন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে প্রেরণ করা হইয়াছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, পীরগঞ্জ থানা টিমের বিশেষ অভিযান অব্যাহত আছে। আমরা আইন- শৃঙ্খলা রক্ষা এবং জানমাল রক্ষায় বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com