রংপুর- আন্তর্জাতিক নারী দিবসে রংপুরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রংপুর টাউন হলে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ছাফিয়া খানম, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, মহিলা সংস্থার চেয়ারম্যান রোজী রহমান। এছাড়াও সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর পেশাজীবি ফোরাম, আরডিআরএস বাংলাদেশ, জাতীয় মহিলা সংস্থা, সনাক, পল্লীশ্রী, বাংলাদেশ মহিলা পরিষদ, তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক, বেগম রোকেয়া ফোরামসহ সহ বিভিন্ন নারী সংগঠন সমাবেশ করে। রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান, মহিলা সংস্থার চেয়ারম্যান রোজী রহমান, নারী নেত্রী মঞ্জুশ্রী সাহা, চায়না চৌধরী, শিক্ষাবিদ বনমালী পাল প্রমুখ। বক্তারা, নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ গড়ার পথে নারীদের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। আলোচনা সভা শেষে করোনাকালে নেতৃত্বদানকারী ১১ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও রংপুর নগরীসহ জেলার আট উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
Leave a Reply