শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

আবাসনের দাবিতে রংপুরে শ্রমজীবী ভূমিহীনদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

রংপুর  থেকে সোহেল রশিদ।- রংপুর মহানগরীতে শ্রমজীবী ভূমিহীনদের গৃহ নির্মাণসহ অসহায় দুঃস্থ শ্রমজীবী মানুষের জন্য চাল, ডাল, তেল,আটা, চিনি দ্রব্যসমূহের আর্মি রেটে রেশন চালুর দাবি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে ভূমিহীন সংগ্রাম পরিষদের ব্যানারে নগরীর শাপলা চত্বর থেকে বিভিন্ন দাবি সম্বিলিত ফেষ্টুন, ব্যানার ও লাল পতাকার বিশাল মিছিল বের হয়। মিছিল নগরীর গ্র্যান্ড হোটেল মোড়,প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, সুপার মার্কেট, সিটি বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতৃবৃন্দ। পরে কাচারী বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ভূমিহীন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা ও জেলা বাসদ আহবায়ক আব্দুল কুদ্দুস, উপদেষ্টা মমিনুল ইসলাম, ভূমিহীন সংগঠক মনোয়ার হোসেন, পেয়ারী খাতুন,মুক্তা খাতুন,বোনারুল ইসলাম প্রমুখ। পরে একই দাবিতে রংপুর সিটি কর্পোরেশনের মেয়রকে স্বারকলিপি দেন তারা।
বক্তারা বলেন, দেশের দারিদ্র্য পীড়িত ১০টি জেলার মধ্যে রংপুর জেলা অন্যতম। এই অঞ্চলে ভারী কোন শিল্প কারখানা ও গ্রামাঞ্চলে সারাবছর কাজ না থাকায় বিভাগীয় এই শহরে জনসংখ্যা বেড়েই চলেছে। ভূমিহীন-গৃহহীন শ্রমজীবীদের একটা বিরাট অংশ রিকশা, ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসা বাড়ির কাজের বুয়া, ছোট ছোট ভাসমান দোকানদারসহ নানা পেশায় নিয়োজিত। এরা কোন রকমে ঝুপড়ি পেতে, কেউ অন্যের জায়গায়, কেউ ৪-৫ জন মিলে ১টি ঘর ভাড়া দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এ দুঃসময়ে তারা কোনভাবেই টিকে থাকতে পারছে না। তারা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারছে না। এমন পরিস্থিতিতে রংপুরের শ্রমজীবী ভূমিহীনদেও আবাসনসহ গৃহ নির্মাণ ও অসহায় দুঃস্থ শ্রমজীবী মানুষের জন্য চাল,ডাল, তেল,আটা, চিনি দ্রব্যসমূহের আর্মি রেটে রেশন চালুর দাবি করেন। অন্যথায় আাগমীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেয়া দেয় সংগঠনটির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com