বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

ইউনিয়ন পরিষদ নির্বাচন পীরগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- আগামী ১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে
আওয়ামী লীগ তাদেও দলীয় প্রার্থীও তালিকা চুড়ান্ত করেছে।
আসন্ন নির্বাচনে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুড়ান্ত তালিকায় যাদের নাম উঠেছে তারা হলেন, ১নং চৈত্রকোল ইউনিয়নে মোঃ আরিফুজ্জামান শাহ্ , ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নে মোঃ সাদেকুল ইসলাম সাদেক, ৩নং বড়দরগাহ্ ইউনিয়নে মোঃ নূরুল হক,সাবেক চেয়ারম্যান,৪নং কুমেদপুর ইউনিয়নে সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম,৫নং মদনখালী ইউনিয়নে মোঃ শামছুল আলম, সাবেক চেয়ারম্যান, ৬নং টুকুরিয়া ইউনিয়নে মোঃ আতাউর রহমান মন্ডল, সাবেক চেয়ারম্যান, ১০ নং শানেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মেছবাহুর রহমান,১১ নং পাঁচগাছী ইউনিয়নে মোঃ বাবলু মিয়া, ১৪ নং চতরা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোঃ এনামুল হক শাহীন, ১৫নং কাবিলপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম,
জানাগেছে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত প্রার্থী বাছাইয়ে দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন দেয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে বাছাইকৃত তালিকা সন্ধ্যায় ধানমন্ডি কার্যালয়ে টাঙ্গিয়ে দেয়া হয়। পীরগঞ্জ উপজেলার দশ ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্তরা হলেন-
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com