বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

উত্তরাঞ্চলে হাঁড়কাপানো শীতে স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৭২ বার পঠিত
ছবি- ১। হেডলাইটের আলো জ্বালিয়ে চলছে যানবাহন ২। বিপাকে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষেরা

হারুন উর রশিদ সোহেল, রংপুর।- মাঘ আসতে বাকি আরও এক মাস। কিন্তু ঘরের বাইরে বের হওয়া মানুষদের কাছে এ যেন মাঘের শীত। হিমেল হাওয়ায় সাথে ঝিরিঝিরি জলফোঁটায় ভিজে গেছে প্রকৃতির বুক। দিগন্ত জোড়া মাঠে প্রতিদিনের মতো কাজে ব্যস্ত কৃষাণ-কৃষাণি। শীতের সকালে সবুজের ক্ষেতবুননে তাদের কাছে লাপাত্তা শীত। তবে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের জীবনের পাশাপাশি গবাদি পশুপাখি টের পাচ্ছে শীতের ঝাঁঝ। ঘরে বাইরে মানুষজন উষ্ণতা পেতে শরীরে মোটা কাপড় পড়ছেন। এবার যেন রংপুরসহ গোটা উত্তরাঞ্চল জুড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত।
এদিকে কাজের প্রয়োজনে সাতসকালে বের হওয়া সাধারণ মানুষের সাথে চাকরিজীবীরাও পড়েছেন চরম বিপাকে। ফলে স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
আবহাওয়া অফিস বলছে, দিন দিন তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ বাড়বে। এতে করে রংপুরে আশপাশের এলাকাগুলোতে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে রংপুর নগরী সাতমাথা বালাটারী, নব্দীগঞ্জ, মর্ডাণ মোড়, তামপাট, সাহেবগঞ্জ, কাউনিয়া, পীরগাছা, দেউতি, পায়রাবন্দসহ জেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
আজ মঙ্গলবার রংপুরে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। এখানে আজকের তাপমাত্রা ১২.০ ডিগ্রি সেলসিয়াস।
রংপুরসহ গোটা উত্তরাঞ্চলে শীতের সকালে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। কোথাও কোথাও সড়কে, অলিগলি আর খোলা জায়গায় খড়কুটো জ্বালিয়ে চলছে শীত নিবারণের চেষ্টা। ঘরে বাইরে উষ্ণতা পেতে শরীরে উঠেছে মোটা কাপড়।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যার পর কুয়াশা পড়তে শুরু করে। সময় যত গড়িয়েছে ততোই যেন কুয়াশায় চাদরে ঢাকা পড়ে রংপুরের চারপাশ। নগর-বন্দর, হাট-বাজার সবখানেই মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে। ভোরে কিছুটা কুয়াশা কমলেও হেডলাইটের আলো ছাড়া ভালো দেখাচ্ছে না সড়ক।
বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাচ্ছন্ন আকাশ কিছুটা পরিষ্কার হতে দেখা গেলেও তা স্থায়ী হয়নি। ফলে স্থবির হয়ে পড়েছে রংপুরসহ উত্তরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। শহর থেকে একটু দূরে গ্রামে থাকা ছিন্নমূল, অসহায় ও দরিদ্র পরিবারগুলো শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন বেশি। অনেকের শীতবস্ত্র কেনার মতো সামর্থ্যও নেই। তাই খড় ও শুকনা পাতা কুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।
নগরীর তামপাট এলাকার আশরাফুল আলম, শাহিন, নুরুল ইসলামসহ বেশ কয়েকজন জানান, এবার শীতের তীব্রতা বেশী মনে হচ্ছে। রাতের বেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝড়ছে।
কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের আলম মিয়া, দোয়েল, লায়লা বেগমসহ অনেকেই জানান, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শিশু ও বৃদ্ধদের অবস্থা নাকাল। আগাম শীতের প্রকোপ মোছবিকাবেলায় প্রস্তুুতি না থাকায় অনেকেই কষ্টে আছেন।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, আজ মঙ্গলবার রংপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক তিন। ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ বাড়বে। দিন দিন তাপমাত্রা কমতে থাকবে। এতে করে রংপুরে আশপাশের এলাকাগুলোতে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com