বজ্রকথা ডেক্স ।- ১৬ ফেব্রুয়ারী ২০২১ বেলা সাড়ে ১১টায় রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিদের বলেছেন, একটা মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য। তিনি বলেছেন, একটা মিডিয়া ষড়যন্ত্র নিয়ে কাজ করছে। তারা যতগুলো তথ্য দিয়েছে তার বাস্তব ভিত্তি নেই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনই বলেছেন, এটা পর্যবেক্ষণ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাংবাদিকদের আরো বলেছেন, যেসব তথ্য তারা দিয়েছে সেগুলো বাস্তব নয়। বাংলাদেশ এসব ষড়যন্ত্র পেরিয়ে অনেকদুর এগিয়ে গেছে।
Leave a Reply