ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শ্রষ্ঠার সাথে সৃষ্টির মিল করে দেয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রুপে মহাপুরুষ আবির্ভুত হয়েছেন। প্রতিটি ধর্মেই মানব কল্যানের কথা বলা হয়েছে। তারপরও যারা ধর্মকে পুজি করে ব্যবসায়া করে, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে, তারা ধর্মকে বিশ্বাস করে না। এদেশকে বিভাজিত করার জন্য একটি শ্রেনি সবসময় তৎপর থাকে। এরা সেই শক্তি যারা ৭১ এ পরাজিত হয়েছিল, যারা বাংলাদেশ চায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই অপশক্তিদের রুখে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, এদেশের সকল ধর্মের আস্থার প্রতিক শেখ হাসিনা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি ২০২২) বিকেলে বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের ভোগের ঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি গিরিজা নাথ দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী। পরে বীরগঞ্জ কেন্দ্রীয় মহাশশ্মানের গেট ও সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি গোপাল
Leave a Reply