বজ্রকথা প্রতিনিধি।–১৬নভেম্বর/২৩খ্রি: বৃহস্পতিবার বেলা ১২ঘটিকার সময় দক্ষিণ এশিয়ার সাহিত্য- সংষ্কৃতি বিষয়ক সংগঠন “এফসাকল” নারী ফেরাম এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
কবিতাঙ্গনে ফোরামের সহ-সভাপতি মোছাঃ মাফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,এফসাকল এর জেনারেল সেক্রেটারী বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা।
এদিন সভায় নারী ফেরামের সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন রনী রানী মহন্ত, সোমা রায়, তাহেরা সুলতানা, পূর্ণিমা রাণী, শিরীন আক্তার, বৃষ্টি রাণী মহন্ত, বর্ষা রাণী রায়, বিথি রানী রায় প্রমুখ।
Leave a Reply