পার্বতীপুর (দিনাজপুর)থেকে এম এ আলম বাবলু।-দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের সংবাদপত্র বিক্রেতা মিন্টুকে বাইসাইকেল দিলেন এমপি কণ্যা আমেরিকা প্রবাসী দানশীল ফারহানা রহমান মুক্তা। সোমবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মিন্টুর হাতে বাইসাইকেলটি তুলে দেওয়া হয়।
জানা গেছে,পার্বতীপুর উপজেলা শহরের সংবাদপত্র বিক্রেতা মিন্টু ইসলাম (২০) শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে সংবাদপত্র বিক্রি করতে এসে তাঁর এক মাত্র বাহন বাইসাইকেলটি হারিয়ে ফেলে। অথাৎ চুরি হয়ে যায়। প্রতিদিন সে গ্রাম থেকে সাইকেল যোগে শহরে আসে সংবাদপত্র বিক্রি করতে। এটাই তাঁর আয়ের এক মাত্র উৎস। সাইকেলটি হারিয়ে সে দিশেহারা হয়ে পড়ে। এ খবর জানতে পারেন সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এর জ্যেষ্ঠ কন্যা আমেরিকা প্রবাসী প্রকৌশলী ফারহানা রহমান মুক্তা। তিনি সংবাদপত্র বিক্রেতা মিন্টু কে একটি বাইসাইকেল দেওয়ার ইচ্ছে পোষন করেন এবং তাঁরই সহায়তায় সোমবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে মিন্টু ইসলামের হাতে বাইসাইকেলটি তুলে দেন পার্বতীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্র নেতা মিথুন কুমার বণিক।
এমপি কন্যা ফারহানা রহমান মুক্তা একজন দানশীল মানুষ। তিনি নানাভাবে মানুষ কে সাহায্য সহযোগিতা করে থাকেন। তাঁর দেওয়া সাইকেলটি পেয়ে মিন্টু খুবই আনন্দিত।
Leave a Reply