শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

এম আব্দুর রহিম এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও কবর জিয়াত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- ২১ নভেম্বর মঙ্গলবার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রনেতা, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক এমপি প্রয়াত জননেতা এম আব্দুর রহিম এর জন্মবার্ষিকী উপলক্ষে সদরের ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এম আব্দুর রহিম এর কবরে শ্রদ্ধা ও কবর জিয়ারত করা হয়। ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অবিচল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়েছে।
নেতৃত্ব দেন অবিচল সমাজকল্যাণ সংস্থার উপদেষ্ঠা ও দিনাজপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, অবিচল সমাজকল্যাণ সংস্থার সভাপতি পারুল রায় ও সংস্থার সাধারন সম্পাদক এবং ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নিয়ামত উল্ল্যাহ। মোনাজাত পরিচালনা করেন মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তহিদুল ইসলাম, অবিচল সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ রায়হান কবীর, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল হানিফ, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, মুক্তিয্দ্ধু বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর শান্ত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান রাজা, ওয়ার্ড আওয়ামীলী নেতা মোঃ হাবলু, নরেশ সিং, অবিচল সমাজকল্যাণ সংস্থার নির্বাহী ডফুরা, বুলবুল গুপ্ত, শওকত আলী বিশ্বাস, হৃদয় সুন্দর ঝা, আশরাফুল, আতিকসহ ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অবিচল সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এম আব্দুর রহিম ১৯২৭ সালের ২১ নভেম্বর দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা মরহুম মোঃ ইসমাইল সরকার ও মাতা মরহুমা দরজ বিবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com