কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।-কিশোরগঞ্জের মানিকখালী রেল স্টেশনের দক্ষিণে একটি অবৈধ রেলক্রসিংয়ে বিকল হয়ে যাওয়া একটি ট্রাক্টরের সঙ্গে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সেপ্রেস ট্রেনের সংঘর্ষে ট্রাক্টরটি দুভাগ হয়ে যায়। অল্পের জন্য ট্রেনটি মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পায়। রক্ষা পায় শতাধিক যাত্রীও। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের কেউ কেউ সামান্য আহত হলেও বড় ধরনের কিছু হয়নি। বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ জানায়, ট্রেনটি নির্বিঘ্নে যাত্রী নিয়ে কিশোরগঞ্জ পৌঁছলেও এর ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনে থাকা গোলাম মোস্তফা নামে এক যাত্রী জানান, ট্রেনটি যখন ট্রাক্টরকে সজোরে ধাক্কা মারে তখন বগিটি কিছুটা উপরে উঠে পড়ে এবং প্রচন্ড আঘাত লাগে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ছিটকে পড়ে যান। এতে অনেক যাত্রী আহত হয়েছেন। কিন্তু ট্রেনের কোনো বগি কিংবা ইঞ্জিন লাইনচ্যুত হয়নি। শেষ পর্যন্ত ট্রেনটি কিশোরগঞ্জ রেল স্টেশনে পৌঁছে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. এমদাদুল হক জানিয়েছেন, ট্রেনের ইঞ্জিনের বাফার ভেঙে গেছে। ফলে ট্রেনটি সময়মতো ঢাকা ফিরে যেতে পারছে না। আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন কিশোরগঞ্জে যাচ্ছে, সেই ইঞ্জিন ট্রেনটিতে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনসহ ট্রেনটি ঢাকায় নিয়ে যাবে। রেললাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পিডবিøউআইয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী (সড়ক) মো. আনিসুজ্জামান জানান, দুর্ঘটনার কারণে রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এগুলো সঙ্গে সঙ্গে মেরামত করা হয়। আর অবৈধ রেলক্রসিংয়ের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply