কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বামী সতীনের অপবাত সইতেনা পেরে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বরিবার ভোরে কটিয়াদী পৌর সদরের কটিয়াদী পশ্চিম গ্রামে। মৃত স্মৃতি আক্তার কটিয়াদী পশ্চিম পাড়া গ্রামের বাাচ্চু মিয়ার কন্যা। পারিবারিক সুত্রে জানা যায় যে, অনুমান ১ বছর পুর্বে স্মৃতি আক্তার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে আনোয়ার হোসেন এর সাথেবিয়ে। বিয়ের পুর্বে স্বামী আনোয়ার আরেকটি বিয়ে করে। আনেয়োর তার স্ত্রী স্মৃতি আক্তার শ্বশুর বাড়ীতে থাকতো। বেশ কয়েক দিন যাবত আনোয়ার তার স্ত্রীর কোন খোজ খবর নিচ্ছিল না। ফলে ১০ জুন স্মৃতি আক্তার তার স্বামীর বাড়ীতে গেলে স্বামী আনোয়ার, সতিন বিলকিছ ও দেবর দেলোয়ার তাকে মারধর করে এবং অপমান ও ধিক্কার জনক কথা বলে বাড়ী থেকে বের করে দেয়। এ অবস্থায় শনিবার সন্ধ্যায় আবারো স্বামীর বাড়ীতে গেলে তখন অনুরুপ আচরন করে। রিক্ত হাতে স্ত্রী তাহার স্বামীর বাড়ী থেকে পিতার বাড়ী ফিরে আসলে স্বামী আনোয়ারও রাতের বেলায় শ্বশুর বাড়ীতে এসে তার সাথে খারাপ আচরন করে এমন শ্বশুর বাড়ীর লোকজনদের মোকাবেলায় মারধর করে স্বামী তাহাকে ধিকার দিয়ে গালাগালাজ করে। যার ফলশ্রæতিতে স্মৃতি আক্তার সবত ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। পরিবারের পক্ষ থেকে স্মৃতি আক্তারকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ করে মৃতার পিতা মাতা। আত্মহত্যায় প্ররোচিত করার দায়ে স্বামী, দেবর ও সতিন এর বিরুদ্ধে কটিয়াদী থানায় একটি অভিযোগ করে মৃতার মা তাসলিমা। থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম জানান, সকাল বেলা সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর বিষয়টিফোনে জানানোর পর আমরা ঘটনাস্থলে গিয়া ঝুলন্ত অবস্থা থেকেমৃত দেহ নিচে নামিয়ে সুরতহাল করে মর্গে প্রেরন করি। এই ব্যাপারে মৃতের মা একটি অভিযোগ করেছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply