সুলতান আহমেদ সোনা।-“রংপুরের কমিউনিটি আই কেয়ার এন্ড রিসার্স সেন্টার” প্রান্তিক পর্যায়ে মানুষের চোখের চিকিৎসা ও অন্ধত্ব ঘোচাতে কাজ করছে। যে সব মানুষের হাতের কাছে চক্ষু রোগের চিকিৎসা নাই, যারা অসাহয় গরিব, যারা শহরে গিয়ে চক্ষু রোগের চিকিৎসা করাতে পারেন না, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে “কমিউনিটি আই কেয়ার এন্ড রিসার্স সেন্টার” রংপুর।
১৫ ফেব্রুয়ারী /২১ খ্রি: সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ১১নং পাঁচগাছী ইউনিয়নে গিয়ে দেখা গেছে সেখানকার ইউনিয়ন পরিষদ মাঠে কমিউনিটি চক্ষু হাসপাতাল (সিইসিআরসি) রংপুরের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প -২০২১ এর আয়োজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে ক্যাম্প করে চক্ষু রোগী শনাক্ত করছে এই প্রতিষ্ঠানটি। ওই ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ঠ রাজনীতিক আব্দুল লতিফ মন্ডলের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় সেখানকার চক্ষু রোগীদের বাছাই করছে ৫ সদস্যের চিকিৎসক দল। এই দলের প্রধান, ডাঃ আহসানুজ্জামান বজ্রকথাকে জানিয়েছেন, এদিন তারা ১১৪জন চক্ষু রোগীকে শনাক্ত করেছেন। তাদের ছানি অপসারনের জন্য রংপুরে নিয়ে যাওয়া হবে। তিনি আরো জানান গরিব রোগীদের বিনা খরচে থাকা খাওয়া ও চিকিৎসা প্রদান করা হবে। তবে সচ্ছল রোগীদের নিকট থেকে খরচ বাবদ ৫০০ টাকা নেয়া হবে।
চেয়ারম্যান আব্দুল লতিফ বলেছেন, এই উদ্যোগ নিঃসন্দেহে মহৎ; কারণ এই চিকিৎসার কারনে তার এলাকার গরিব মানুষ উপকৃত হবে। তিনি বিনা খরচে চক্ষু রোগের চিকিৎসা প্রদান করায় “কমিউনিটি আই কেয়ার এন্ড রিসার্স সেন্টার” রংপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply