নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- করোনায় আক্রান্ত রোগীদের সুচিকিৎসায় পাশে দাড়িয়েছে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এরই অংশ হিসেবে দিনাজপুরে করোনায় আক্রান্ত রোগীদের সুচিকিৎসায় এফবিসিসিআই প্রদত্ত অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী অনুদান হিসেবে হস্তান্তর করেছে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠনটি।
আজ বুধবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এফবিসিসিআই প্রদত্ত ১০টি অক্সিজেন সিলিন্ডার, দুইটি হাইফ্লো নাসাল ক্যানুলাসহ চিকিৎসা সামগ্রী দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস এর হাতে তুলে দেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজা উর রব চৌধুরী।
এসময় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এফবিসিসিআই ও দিনাজপুর চেম্বার অব কমার্স কে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনার এই পরিস্থিতিতে অসহায় করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসায় খুবই কাজে আসবে। এভাবে যদি সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তিরাও এগিয়ে আসেন, করোনায় আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা আরও সহজ হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, আমরা এফবিসিসিআই ও দিনাজপুর চেম্বারের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী করোনায় আক্রান্ত অসহায় রোগীর উপকারে আসবে।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজা উর রব চৌধুরী বলেন, এই করোনা মহামারি পরিস্থিতিতে দিনাজপুর চেম্বার অব কমার্স অসহায় মানুষের পাশে ছিল, আছে ও থাকবে। এর আগে স্বাস্থ্য সুরক্ষায় ও সুচিকিৎসায় চিকিৎসা সামগ্রী দিয়েছি। এবার দিলাম অসহায় রোগীদের সুচিকিৎসায় অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী। অতিশীঘ্রই আমরা গরীব রোগীদের জন্য বিনামূল্যে ঔষধের ব্যবস্থা করবো ইনশা-আল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, চেম্বারের নব নির্বাচিত সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, নব নির্বাচিত সহ সভাপতি জর্জিস আনাম, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, চেম্বারের পরিচালক আলহাজ্ব মোফাজ্জল হোসেন, মিজানুর রহমান পাটোয়ারী, ভবানী শংকর আগরওয়ালা, সানোয়ার হোসেন, জহির খান, এনাম উল্ল্যাহ জ্যামী, আজিজুল ইকবাল চৌধুরী, গোলাম মাজেদুর রহমান ডাবলু, চেম্বারের সিনিয়র সচিব প্রশান্ত কর্মকার শান্ত, সচিব মজিবর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, এর আগে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সাধারণ ব্যবসায়ীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, করোনায় আক্রান্ত রোগীদের সুচিকিৎসায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১শ টি করে অক্সিজেন মাস্ক, নাসাল ক্যানুলা ও নন রিব্রেথিং মাস্ক অনুদান হিসেবে সরবরাহ করেছে।
Leave a Reply