এস এ মন্ডল।- ২৩ জানুয়ারী ২০২১ খ্রি: শনিবার মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার জমি এবং বাড়ি আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী কাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্তহয়ে গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। মুজিববর্ষে আশ্রয়ণ -২ প্রকল্পের অধীন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং বাড়ি প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানটিতে দেশের ৬৪ জেলার সকল উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্সিং এ যুক্ত থাকবে বলে জানা গেছে। সুত্র জানিয়েছে এ লক্ষ্যে সকল ৯টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট সকল উপজেলার মাননীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপকারভোগী ও সুধিজনরা উপজেলা প্রান্ত হতে যুক্ত হবেন। গণভবন প্রান্ত হতে অনুষ্ঠানটি সকাল ১০টা৩০ মিনিটে শুরু হবে।
উল্লেখ্য এদিন পীরগঞ্জ উপজেলার ১০০টি ভুমিহীন ও গৃহহীন পরিবার মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার জমি ও বাড়ি পাবেন। এখানে আশ্রয়ণ -২ প্রকল্পের অধীনে এই উপজেলার ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের ৪টি পরিবার, ৫নং মদনখালি ইউনিয়নের ৬টি পরিবার, ৬নং টুকুরিয়া ইউনিয়নের ২৭টি পরিবার, ৭নং বড় আলমপুর ইউনিয়নের ১০টি পরিবার, ৮নং রায়পুর ইউনিয়নের ৪টি পরিবার, ১০নং শানেরহাট ইউনিয়নের ২২টি পরিবার, ১৪ নং চতরা ইউনিয়নের ২৭টি পরিবার বাড়ি পাবে।
Leave a Reply