ফজিবর রহমান বাবু ।- কাহারোলে দরিদ্র ও প্রান্তিক জন গোষ্ঠির উপর কোভিড-১৯ প্রভাব হ্রাস করনে জরুরী খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২০ শনিবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে দরিদ্র ও প্রান্তিক জন গোষ্ঠির উপর কোভিড-১৯ প্রভাব হ্রাস করনে জরুরী খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
কাহারোল উপজেলা পরিষদ চত্বরে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) বাস্তবায়নে দরিদ্র ও প্রান্তিক জন গোষ্ঠির উপর কোভিড-১৯ প্রভাব হ্রাস করনে ৬২শ জনকে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়। এতে প্রত্যেক পরিবার পায় ৫০ কেজি চাল, ৫ কেডি আলু, ২লিটার সোয়াবিন তেল, ২ কেপি লবণ, ৩ কেজি মসুর ডাল, ৫০০ গ্রাম গুড়া দুধ, ৬টি সাবান, ১বক্স মাস্ক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে মুজিব শতবর্ষেও উপহার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর বাস্তয়ানে বীরগঞ্জ বলাকা মোড় শীমুলতলা কালী মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে খামার খড়িকাদাম রেমনেন্ট প্রেসবিটেরিয়ান চার্চ এর আয়োজনে শুভ বড়দিন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
Leave a Reply