শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
দক্ষিন এশিয়ার সাহিত্য সংষ্কৃতি বিষয়ক সম্মেলন হবে নেপালে পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও স্মরকলিপি প্রদান মুক্তি পেয়েছে রেজাউল করিম জীবনের লেখা গানের মিউজিক ভিডিও মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগন বাংলাদেশের সংস্কৃতির প্রেমে পড়েছিলেন পীরগঞ্জে আবার ওভারব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রকৃতি ও ফ্যাশনের মিশেলে রেনো১৩ সিরিজের স্মার্টফোন আনছে অপো পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক কাজী ওয়াহিদুন নবী সালামী’র ইন্তেকাল পার্বতীপুর সমিতি ঢাকা’র কমিটি গঠিত প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে  চুক্তি সই করেছে এশিউর গ্রুপ সাংবাদিক মাজহারের পিতা শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের বারোতম মৃত্যুবার্ষিকী  অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ব্রহ্মপুত্রে বাঁশের ঘের হুমকিতে জীববৈচিত্র্য

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৮৮ বার পঠিত

কটিয়াদী(কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- তিন দিকে বাঁশ পুঁতে ডালপালা ফেলে কচুরিপানা আটকে ঘের বানিয়ে বেআইনিভাবে অবাধে মাছ শিকার করা হচ্ছে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন নদীতে। সাধারণ জেলেদের কোনো অধিকার নেই এসব ঘেরে মাছ ধরার। এগুলো নিয়ন্ত্রণ করছে একশ্রেণির ক্ষমতাধর ব্যক্তি। পরিবেশবিদরা বলছেন, এভাবে যেখানে-সেখানে ঘের দেওয়ায় পলি জমে নদী ও হাওরের গভীরতা কমে যাওয়ায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, প্রকৃতি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক নৌযান চলাচল। জেলা ও উপজেলা প্রশাসন কখনও কখনও ঘের উচ্ছেদে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ ঘের উচ্ছেদ করছে। গত ২৭ মে বৃহস্পতিবার ভৈরবের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসার নেতৃত্বে ভৈরব নৌ থানার ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত) উপপরিদর্শক রাসেল মিয়া ও সংশ্নিষ্ট ফোর্সের সহযোগিতায় ব্রহ্মপুত্র নদে এমনই এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নদ থেকে ২৫টি অবৈধ ঘের উচ্ছেদ করে সেখানকার বাঁশগুলো জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা বলেন, ব্রহ্মপুত্র নদে অবৈধ ঘের থাকায় এর স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছিল। নদে পলি জমছিল। জেলেদের মাছ ধরতে সমস্যা হচ্ছিল। ব্রহ্মপুত্র নদের সরকারিভাবে ইজারা দেওয়া অংশেও কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী অবৈধভাবে বাঁশ ও কচুরিপানা দিয়ে ঘের বানিয়ে দখল করে রেখেছিল। এতে নৌযান চলাচলে বিঘিœত হচ্ছিল। প্রকৃত মৎস্যজীবীরাও মাছ আহরণ করতে পারছিলেন না। এ জন্য ভৈরব নৌপুলিশ ইউনিটের সহযোগিতায় গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে অনুসন্ধান করে জানা যায়, জেলার মেঘনা, ব্রহ্মপুত্র, কালনী, ঘোড়াউত্রা, আড়িয়াল খাঁ, নাগচিনি, নরসুন্দা, হাটুরিয়া ও ধনু নদীতে শত শত ঘের রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন একাধিকবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েও এসব ঘের স্থায়ীভাবে উচ্ছেদ করতে পারছেন না। নদী, হাওর ও জলাশয়ময় জেলার এই বিশাল জলরাশি সবসময় নজরদারি করা পুলিশ ও প্রশাসনের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। নদী পাড়ের বাসিন্দারা জানান, প্রতি বছরই মাছের অভয়াশ্রম তৈরির জন্য নদীর প্রায় সিকি ভাগ এলাকাজুড়ে বাঁশের ঘের দেওয়া হয়। ফলে নৌযানসহ মালবাহী ট্রলার কার্গো চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। মৎস্য ও হাওর বিশেষজ্ঞ মো. আজহারুল ইসলাম জানান, ঘেরের কারণে নদীতে পলি জমায় ও নদীর স্বাভাবিক স্রোত ব্যাহত হওয়ায় মাছ, কাঁকড়া, শামুক, ঝিনুকসহ বিভিন্ন জলজ প্রাণীর প্রজনন বৃদ্ধি ব্যাহত হওয়ায় জীববৈচিত্র্যে বিশাল নেতিবাচক প্রভাব পড়ছে। এতে নদীর প্রাকৃতিক শৃঙ্খল ভেঙে পড়ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এম এল শওকত বলেন, ঘেরের কারণে পানিপ্রবাহ কমছে। ঘেরের বাঁশের গোড়ায় পলি জমে নদীর গভীরতা দিন দিন কমছে। এতে নদীতে বিভিন্ন জলযান চলাচলেও মারাত্মক সমস্যা হচ্ছে। স্রোত কমে যাওয়ায় নদী ও পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। এ ব্যাপারে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। না হলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে পড়তে হবে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুলল্গাহ আল মাসউদ জানান, নদী ও মৎস্য উৎপাদন রক্ষায় ঘের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। হাওরের উপজেলাগুলোর নির্বাহী কর্মকর্তাদেরও এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com