বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে খনিজ সম্পদ অনুসন্ধানে ভুতাত্ত্বিক কূপ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ২ ডিসেম্বরার/২৩খ্রি: শনিবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ওই কূপ খনন কাজের উদ্বোধন করা হয়।
এদিন উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ভুতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এক আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভুতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)’র জ্যৈষ্ঠ পরিচালক আলী আকবর (ভুত্ত্ব), পরিচালক আরিফ মাহমুদ, পরিচালক কামাল হোসেন, খনন ও প্রকৌশল পরিচালক মাইরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুদ্দোজা মিয়া, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান।এ সময় উপস্থিত ছিলেন, জিএসবি’র উপ-পরিচালক ভূতত্ত্ব আশরাফ হোসেন, সহকারি পরিচালক আনোয়ার সাদাত মোহাম্মদ সাদাত।
জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের এপিএ ভ‚ক্ত বার্ষিক বহিরঙ্গন কর্মসূচীর আওতায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাশিমপুর এলাকায় ভুতাত্ত্বিক জিডিএইচ ৭৮/২৩ প্রকল্পের আওতায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) কূপ খনন কাজ বাস্তবায়ন করছেন। জিএসবি’র ভূতত্ত্ব বিভাগের জ্যৈষ্ঠ পরিচালক আলী আকবর সাংবাদিকদের জানিয়েছেন, এখানে প্রায় দেড় হাজার মিটার কূপ খনন করা হবে। তিনি আরো বলেন, এখানে ধাতব বস্তুর চৌম্বক আর্কষণ রয়েছে। তাই খনন কাজ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
Leave a Reply