সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৫৭ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সাঘাটা উপজেলায় পৃথকস্থানে বিদ্যুৎস্পেৃষ্টে নারীসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও দুইজন আহত হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে পল্লী বিদ্যুৎ সমিতি, বোনারপাড়া এরিয়া অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।
নিহতরা হলেন- উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে আব্দুল আলম (৩৫) ও কচুয়া ইউনিয়নের উল্যাসোনাতলা গ্রামের হান্নান মিয়ার স্ত্রী রশিদা বেগম (৪৫)। এছাড়া সিয়াম মিয়া (৫) ও সাহিদা বেগম (২৫) নামের দুইজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালের দিকে আব্দুল আলম হুকিং দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচযন্ত্র চালানোর চেষ্টা করছিলেন। এরই মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে আব্দুল আলম মারা যায়। এদিকে, উল্যাসোনাতলা গ্রামের সিয়াম মিয়া নামের এক শিশু ঘরের গ্রিলে হাত দিলে হঠাৎ বিদ্যুতায়িত হয়। এসময় রশিদা বেগম শিশুকে বাঁচাতে গেলেও তিনিও আটকে পড়েন। তাদেরকে উদ্ধারের জন্য সাহিদা বেগম নামের এক গৃহবধূ এগিয়ে আসলে একই সঙ্গে তিন জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রশিদা বেগমের মৃত্যু হয়।
এ সব ঘটনা নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতি, সাঘাটার বোনারপাড়া এরিয়া অফিসের এজিএম নাজির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com