বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মাঝে বকনা গরুর বিতরণ   পার্বতীপুরে কালব এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত একটি কবিতার বই “বিধ্বস্ত সখিনা” পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মশালা পীরগঞ্জে নিজের জমির ধান কাটতে গিয়ে পিটুনীর শিকার মিঠাপুকুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতার উপদেষ্টা মাহফুজের বক্তব্য উদ্দেশ্যমূলক-শিবির সেক্রেটারি  তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ২২ জুন নবাবগঞ্জে ভাইকে পিতা সাজিয়ে ০৩.৫৯ শতক জমি আত্মসাতের অপচেষ্টা     মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যোগ্য  নাগরিক হিসেবে তৈরি করতে হবে। – ইআবি ভিসি

গাইবান্ধায় স্বতন্ত্র পরীক্ষার হলসহ শিক্ষার্থীদের ৮ দফা দাবি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার পঠিত
 ছাদেকুল ইসলাম রুবেল।- জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের সংকট নিরসনে স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণসহ ৮ দফা দাবিতে গাইবান্ধায় শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শেষে অধ্যক্ষের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনটির সভাপতি কলি রানী বর্মনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাস, কলেজ শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া, অর্থনীতি বিভাগের সংগঠক জয়নুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯ লক্ষাধিক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ও বেসরকারি ২ হাজার ২৪৯টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কলেজ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি নানা সংকটের মধ্যে দিয়ে পরিচালিত হয়েছে। বিগত বছরগুলোতে যেসব সংকট তৈরি হয়েছে তার কোনটারই সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে বিভিন্ন সময়ে গৃহীত পদক্ষেপ সংকটকে আরও ঘনীভূত করেছে।
২০১০ সালে গ্রেডিং সিস্টেম চালু এবং ২০১৫ সালে সেশনজট নিরসনের নামে ‘ক্রাশ প্রোগ্রাম’ চালু করা হয়। ক্লাস না নিয়ে, সিলেবাস শেষ না করে তড়িঘড়ির মাধ্যমে বছর বছর পরীক্ষা নেওয়া ‘ক্রাশ প্রোগ্রাম’ মূলত শিক্ষার মানকেই ক্রাশ করেছে। ফলে বেড়েছে ড্রপ আউট হওয়ার হার, বেসরকারি কলেজ থেকে অর্নাস কোর্স তুলে দেওয়ায় উচ্চ শিক্ষার সংকোচন ঘটবে। আমাদের সংগঠনের দাবি বেসরকারি কলেজ থেকে অর্নাস কোর্স তুলে দেওয়া যাবে না বরং সেখানে উপযুক্ত আয়োজন নিশ্চিত করে শিক্ষার মান বাড়াতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com