পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- জন্মদিন পালন বাঙালী কালচার না হলেও বাঙালী জন্মদিন পালনের সংস্কৃতিটাকে বেশ শক্তভাবেই ধরে রেখেছেন। পাশ্চত্য কালচারের অনুসরণ বা অনুকরণ করে একটা কেকের ওপর মোমবাতি প্রজ্জ্বলিত করে ফু দিয়ে নিভিয়ে সমবেত কণ্ঠে সেই পরিচিত ইংরেজি গান-‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ না গাইলে জন্মদিনের মজাটাই যেন অসমাপ্ত থেকে যায়। কেউ কেউ আবার ঘটা করে বিভিন্ন ডেকরশেনের মাধ্যমে লক্ষাধিক টাকা ব্যয় করে পার্টি করেও জন্মদিনের দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেন। কিন্তু আশচর্য হলেও সত্যি,- গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় একটু ব্যতিক্রম ভাবেই ওনার জন্মদিনটি পালন করে থাকেন। তিনি তার জন্মদিনে এতিমখানার এতিম বাচ্চা এবং পবিত্র কোর-আনের আদরের পাখিদের নিয়ে জন্মদিন পালন করে আসছেন। তিনি মনে করেন, জন্মদিনে এত ঘটা করে পালন করার চেয়ে অসহায় শিশু, এতিম সন্তান ও কোরআনের হাফেজদের খাওয়নোর মধ্যে যেমন একটা আনন্দ, তেমনি তাদের দোয়া ও আল্লাহ তা’আলার নৈকট্য সহজেই পাওয়া যায়।
তারই অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে গত ১২ মার্চ /২১ খ্রি: শুক্রবার পৌরসভার ৯ নং ওয়ার্ড আরাজী গঙ্গারামপুর দারুল কোরআন ছওতুল হেরা মাদ্রাসা পরিদর্শন করেছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম। তিনি মাদ্রসার খোজ খবর নেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,স,ম রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব আব্দুল্লাহীল বাকী বাবলু, দৈনিক আলোর সংবাদ ডট কম পত্রিকার, সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম সরকার, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, বিরামপুর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, মাদ্রাসার মোহতামিম আবু সুফিয়ান শুভ, স্থানীয় সুলতান মাহমুদ, সাইফুজ্জামান সুজন প্রমুখ।
Leave a Reply